Popular Posts

Tuesday, 8 October 2019

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা'কে গুলি করে হত্যা - Shoot out at Panskura

তৃণমূল নেতা কুরবান শা'কে গুলি করে হত্যা
পাঁশকুড়া, অক্টোবর ৮ঃ পাঁশকুড়ার মাইশোরায় নিজের অফিসেই গুলি করে হত্যা করা হল তৃনমুল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা পাঁশকুড়া ব্লকের সহ সভাপতি কোরবান শাহকে। বয়স মাত্র ৩১ বছর। স্থানীয় সূত্রে খবর গতকাল রাত ১০ টা নাগাদ মাইশোরা বাজারে তৃনমুলকংগ্রেস পার্টি অফিসে বসেছিলেন পাঁশকুড়ার তরুন নেতা কুরবান শা। অফিসে তিনি ছাড়াও দলের তিনজন কর্মী ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় মানুষের দাবী, তিনিটি বাইকে সাতজন দুষ্কৃতী এসেছিল। দূরে আরও কিছু বাইক দাঁড়িয়ে ছিল বলে জানা যায়। কুরবানের অফিসের সামনে বাইক দাঁড় করিয়ে ঢুকে যায় কুরবানের অফিসে। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা কুরবানকে লক্ষ করে ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। নিজের অফিসেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন কুরবান। শ্যুট আউট করে দুষ্কৃতীরা বাইক নিয়ে পাঁশকুড়ার দিকে চলে যায়। ঘটনাস্থলে বহু মানুষের ভীড় জমে যায়। বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত দু'জন গ্রেপ্তার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। গোটা পাঁশকুড়া জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। -RS

No comments:

Post a Comment