----- ---মেঘতন্দ্রা--- -----
তুমিই তো সেই
গোপন চারিনী!
.
জাহ্নবীর তীরে, বাঁশির রাগিনী সুরে
তোমার উদ্ভাস বিশ্ব
হৃদয় জুড়ে।
.
ব্যাকুল বাতাস, রেখে যায় আভাস
লক্ষ বছরের
ঘ্রাণে তোমারই বাস।
.
ঝুম ঝুম ঝুমুরে, অন্ধকার তিমিরে
পশিলে প্রেমের
আহ্বান কর্ণ কুহরে।
.
স্পর্শ্বে পাথর
তরু, বান ডাকে মরু
পৃথিবীটা কেমন বদলে
যাওয়া শুরু।
.
গন্ধরাজ সাঁঝে, মালভূমির ভাঁজে
ডাক দিয়ে বান
মুখ ঢাকো লাজে।
.
আকাঙ্খার
ক্লিওপেট্রা,
হেরিলে নিদ্রা
গহীন আকাশে
তুমিই মোর মেঘতন্দ্রা।
@ রূপেশ সামন্ত ০১/০৮/২০১৮
No comments:
Post a Comment