Popular Posts

Saturday, 5 May 2018

মেট্রো সভ্যতা: একটি অসাধারণ বাংলা কবিতা



---মেট্রো সভ্যতা---

মা এঁকে দেয় একটি চুমু
নিজের ছেলের ঠোঁটে,
বাবা এসে জড়িয়ে ধরে
আদর করার চোটে।

খুশিতে ছেলে আত্মহারা
নাচে আপন তালে,
চায়না তখন বাবার চুমু
পড়ুক মায়ের গালে।

হোলাম মোরা সভ্য সেদিন
আড়ালেতে যৌন ক্রিয়া,
বড়াই করি মানুষ বলে
পশু করে ইতর ক্রীড়া।

মেট্রো মাঝে জড়িয়ে চুমু
মুখটি লুকায় সভ্যতা,
তাই দেখে মারতে ছোটা
সেটাও এক অসভ্যতা।

-শ্রী রূপেশ কুমার সামন্ত/ ০৪.০৫.১৮

TRANSLATION IN ENGLISH

--- Metro civilization---
Mom gives a kiss
In her son's lip,
Father came
And embraced deep.

Happy boy dances
In his own step,
Not wants father's kiss
In his mom's cheek.

We’re civilized
While sex in secret,
We proudly say
Animal makes open sex.

Hugging and kissing in Metro
Are a matter of non-civilization,
Abusing is also
A matter of non-civilization.
 


No comments:

Post a Comment