সারা জীবন পূজো করে
গরুর মাংস মুখে,
জাত খুইয়ে খেলো শেষে
শুওর মাংস সুখে!
হয়নি কিছুই দাঙ্গা করেও
বজ্জাতিটাই আসল,
এত দিনেও মিলল না কেউ
রবি-নজরুল নকল!
দূত হয়ে এলো ‘ভাগাড়’
সৃষ্টিকর্তারই ছল,
সব জাতই খেলো হেলায়
এক ঘাটেরই জল!
ভাগাড়েই মিটল শেষে
জাত ধর্মের লড়াই,
সবার উপরে ভাগাড় তীর্থ
তাহার উপরে নাই!
-শ্রী রূপেশ কুমার সামন্ত/ ৩০.০৪.১৮
No comments:
Post a Comment