Saturday, 1 September 2018

Bengali poetry- 'That Woman' / সেই নারী


-----সেই নারী-----
@রূপেশ সামন্ত/
 
আদিম হতে আজ
থমকেছি বাঁকে বার বার
মাড়িয়েছি কত সভ্যতার লাশ!
বিঁধেছি পাষান বুকে
জীর্ণ নারীর দীর্ণ হাহাকার
অনুভবি শুধু অব্যক্ত ইতিহাস!

নিভৃত রাতে
প্রিয়ার চোখে জল
প্রিয় কবেই ছিঁড়েছে নাড়ীর টান!
সেই নারীই
ধরে আছে হাল
গর্ভে ভরা যত্নে আগামীর প্রাণ!

মিছিল সম্মুখে
বুকে ভরা রক্তগুলি
রাখে নিশান উড্ডীন মাতঙ্গিনি!
বুভুক্ষু শিশু
কাঁদে মায়ের মৃতদেহে
বুকের দুধ তুলে দেয় হেমাঙ্গিনি!

ধর্ষণ দেহ
স্পর্শ্বে মনের গহীনে
স্ফুলিঙ্গ জাগায় দাবানল বিরুদ্ধতার!
যতই পরুক
সভ্যতা চুড়ি সালোয়ার
নারীর হাতেই একদিন মুক্তির হাতিয়ার!
@রূপেশ সামন্ত/ ২৯.০৮.১৮

No comments:

Post a Comment

জীবনের ভুল — সত্যিই ভুল?

  জীবনের ভুল — সত্যিই ভুল? জীবন এক অমোঘ প্রবাহ—সময়ের স্রোতে আমাদের চিন্তা, অনুভব ও সিদ্ধান্ত সবই পরিবর্তিত হয়। আজ যা ভুল মনে হয়, কাল তা সঠি...