Popular Posts

Saturday, 25 April 2020

Bengali to English translation [Class V-VIII]


Bengali to English Translation
Class- V-VIII
1.      তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? -
2.      সে কেবল ঘুমাত আর কিছুই করত না -
3.      সে আমার কাছ থেকে বিদায় নিল -
4.      সে আড়াইটার গাড়িতে গিয়েছিল -
5.      আমি এখানে থেকে কিভাবে এয়ারপোর্টে যাবো? –
6.      সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি
7.      তোমার উপদেশে আমার উপকার হলো -
8.      তুমি যতক্ষণ না ফে্রো, ততক্ষণ আমি অপেক্ষা করব -
9.      ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল -
10. আমি একটি শপিং মল খুঁজছি।
11. আপনি কি জানেন সবচেয়ে কাছেরটি কোথায়? -
12. এতে কোন সন্দেহ নাই -
13. এসো তুমি আর আমি কাজটা করি -
14. আমার যখন পাঁচ বছর তখন আমার বাবা মারা যান -
15. আমাদের কেউ উপস্থিত ছিল না -
16. ঘরটি আমাদের জন্য নিতান্তই ছোট -
17. চেষ্টা না করলে সফল হবে না -
18. সে কোন দেশের লোক? -
19. তুমি পড়াশুনায় অবহেলা কর কেন? –
Answer
1.      Have you finished reading the book?
2.      He did nothing but sleep.
3.      He took leave of me.
4.      He went by the 2:30 train.
5.      How do I get to the airport from here?
6.      I congratulate you on your success.
7.      I profited by your advice.
8.      I shall wait until you come back.
9.      I was informed of the matter.
10. I'm looking for a shopping mall.
11. Do you know where the closest one is?
12. It admits of no doubt.
13. Let you and me do it.
14. My father died when I was a child five years old.
15. Neither of us was present.
16. The room is much too small for us.
17. Unless you try, you will never succeed
18. What country does he belong to?
19. Why do you neglect your studies?



No comments:

Post a Comment