Popular Posts

Friday, 4 June 2021

ভূত- Ghost

 

ঝন ঝন করে
ভেঙে পড়ল জানালার কাঁচ।
নিকষ কালো অন্ধকারে
একবার জোরে চিৎকার করলাম,
'কে?'
সঙ্গে সঙ্গে কেউ যেন বললো,
'কে'?
ঘুম জড়ানো চোখে
খাটে দাঁড়িয়ে শুনি 'হিস', 'হিস' শব্দ!
'মড়', 'মড়' করে খাটটা নড়ে উঠতেই
আবার জোরে চিৎকার করলাম,
'কে'?
সঙ্গে সঙ্গে আবার কেউ যেন বললো,
'কে'?
জানালার দিকে তাকিয়ে দেখি
ভিতর-বাহির একাকার-
এক পৃথিবী অন্ধকার।
বাইরের হিজল গাছের তলায়
তখন 'ঝুপ', 'ঝুপ' শব্দ!
এতক্ষণে চাঁদটা হামাগুড়ি দিয়ে
উঠেছে বাঁশঝাড়ের মাথায়।
হঠাৎ 'সোঁ' 'সোঁ' করে বয়ে গেল দমকা হাওয়া।
'খটাস' শব্দে দরজা খুলে যেতেই
তাকিয়ে দেখি,
ভিতর-বাহির একাকার-
এক দীর্ঘ ছায়ার আকার!
ততক্ষণে ছুটতে শুরু করেছি...
ছুটছি আর ছুটছি!
পিছন ফিরে দেখে আমার ক্লান্ত কায়া,
ছুটে চলেছে সাথে সাথে এক দীর্ঘ ছায়া!
রাত যত গড়ায়,
ছায়াও তত দীর্ঘ হয়!
✍️
রূপেশ সামন্ত

No comments:

Post a Comment