পুস্তকঃ “পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলন ও রাজনৈতিক বিবর্তন”
লেখকঃ © রূপেশ সামন্ত
ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসহযোগ আন্দোলনের পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম অহিংস গন-আন্দোলন হল আইন অমান্য আন্দোলন। ১৯৩০ সালের ফেব্রুয়ারী মাসে গান্ধীজী ‘ইয়ং ইণ্ডিয়া’ পত্রিকায় আইন অমান্য আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেন। সারা ভারত বর্ষের সঙ্গে আইন অমান্য আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে পাঁশকুড়ায়। যে কোন আন্দোলন-সংগ্রাম পরিচালনায় বিপ্লবীদের মধ্যে সংবাদ আদান-প্রদান এবং সাধারন জনগনকে সংগ্রামী-বার্তা পৌঁছে দেওয়া একটি গূরুত্বপূর্ণ অধ্যায়। তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে প্রসারিত ও প্রজ্জ্বলিত করতে সংবাদ বুলেটিন প্রকাশ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। উল্লেখ্য, পাঁশকুড়ার জোড়াপুকুর ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের অন্যতম ঘাঁটি। এই জোড়াপুকুরে কাটিয়ে গেছেন বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। এই জোড়াপুকুরেই বসবাস করতেন পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলনের চিরস্মরণীয় মহীয়সী নারী ইন্দুমতি ভট্টাচার্য। একই বাড়িতে থাকতেন দুই স্বাধীনতা সংগ্রামী ছেলে শ্যামাদাস ভট্টাচার্য ও কালিদাস ভট্টাচার্য। ইন্দুমতি দেবীর স্বামী সুরেন্দ্রনাথ ভট্টাচার্যও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জোড়াপুকুরের ভট্টাচার্য পরিবারকে কেন্দ্র করেই তৎকালীন সময়ে পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলন বিকশিত হয়েছিল। স্বাভাবিক ভাবেই বার্তা প্রচারের উদ্দেশ্যে ইন্দুমতি ভট্টাচার্যের বাড়িতে গোপনে সংবাদ বুলেটিন ছাপা হত। বুলেটিনে আন্দোলন-কর্মসূচির কথা থাকতো। তৎকালীন সময়ে সাইক্লোস্টাইল নামক যন্ত্রে ছাপানোর কাজ হত। ইন্দুমতি দেবীর ছেলে কালিদাস ভট্টাচার্য অনেক দিন সেই বুলেটিন ছাপার কাজ করেছেন। ব্রিটিশ পুলিশকে লুকিয়ে বুলেটিন ছাপতে হত, মানুষের কাছে পৌঁছাতে হত বা পড়তে হত। ব্রিটিশ পুলিশের চোখে ধূলো দিতে সাইক্লোস্টাইল যন্ত্র এক বাড়িতে বেশিদিন রাখা হত না। এইসব গোপন কার্যকলাপের বিরুদ্ধে ভট্টাচার্য পরিবারে পুলিশি অভিযানও হয়েছে। একদিন লাল-পাগড়ি পরা পুলিশভর্তি একটা মোটর গাড়ি ইন্দুমতি দেবীর বাড়ির সামনে রাস্তায় থামল। ... ... (পরবর্তী অংশের জন্য উৎসাহী পাঠকেরা নিম্নলিখিত পুস্তকটি অনুসরণ করতে পারেন।)
পুস্তকঃ “পাঁশকুড়ার স্বাধীনতা আন্দোলন ও রাজনৈতিক বিবর্তন”
লেখকঃ © রূপেশ সামন্ত
প্রকাশিত হবেঃ আগামী ১৫ আগস্ট, ২০২১
পর্ব-১ লিংকঃ https://www.facebook.com/permalink.php?story_fbid=225030076294246&id=100063617654951¬if_id=1628495142375246¬if_t=feedback_reaction_generic&ref=notif
No comments:
Post a Comment