Popular Posts

Wednesday, 26 February 2025

মন মোর মেঘের সঙ্গী

 


আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে। হারিয়ে যাক মন রূপকথার গল্পে। হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে। হারিয়ে যাক মন অবাধ্য হংস ডানায়। হারিয়ে যাক মন হিমেল হাওয়ায় মেঘের আনাগোনায়।


আকাশজুড়ে মেঘের ঘনঘটা। শূন্য চোখে চেয়ে দেখি উদাশী মাতাল হাওয়ায় মেঘেদের আসা যাওয়া। জানালার ধারে টুপটুপ বর্ষার চাদর সরিয়ে তাকিয়ে থাকি নির্বাক অপলক দৃষ্টিতে। স্যাঁতস্যাঁতে ভেজা মাটির ঘরে বাঁধতে চায় না মন। উড়ে যেতে চায় অসীমের পানে।


আকাশ জুড়ে মেঘ করেছে

আলোর ঝিলিক কোনে,

হয়তো আমি পাবো দেখা

জাগছে আশা মনে।


ভাসছি আমি হংস ডানায়

বুকের মাঝে ঢেউ,

এসো তুমি বর্ষা পথে

নেই যে কাছে কেউ।


একা একা কাব্য করে

মন ভরেনা আর,

একটু পেলে তোমার পরশ

মুক্ত হবে ভার।



No comments:

Post a Comment