Popular Posts

Wednesday, 26 February 2025

আগুনের পরশমণি




আজকের এই সুন্দর সন্ধ্যায় আলোর মেলায় উদ্ভাসিত এ দীগন্ত। সবাই মিলেছে আজ উৎসবে! মেঘহীন নির্মল আকাশ, হিমেল বাতাস! এই আরক্তিম সন্ধ্যায় মিশে যাক চাঁদের জোৎস্না ধারা! গোধূলীর রঙ মাখা সন্ধ্যা আরও আলোকিত হোক সান্ধ্য-প্রদীপের অগ্নিশিখায়। আগুনের পরশমনিতে পবিত্র হোক আমাদের হৃদয়। 

     

হে অগ্নি! তুমি যথার্থ কল্যান লাভের জন্য আমাদের সুপথে সঞ্চালিত করো। তোমাকে বহুতর নতিবাক্য নিবেদন করছি, আগুন আমাদের সমস্ত দীনতাকে দগ্ধ করুক। পরশমনির মতো আগুনের স্পর্শ আমাদের পবিত্র করে মহৎ জীবনের যোগ্য করে তুলুক।


আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোকে, মৃত্যু থেকে অমৃতে। এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমাকে শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো। তোমার করুণার দীপ্তিতে আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক। 


অসতো মা সদাময়

তমসো মা জ্যোতির্গময়

মৃত্যোমা অমৃতং গময়

ওম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ



No comments:

Post a Comment