Popular Posts

Saturday, 22 September 2018

Bengali love poetry- "তুমি" @rupesh

--- -- -তুমি- -- ---
@ রূপেশ সামন্ত
হঠাৎ দেখি আগল খুলে
হারিয়ে গেছ তুমি,
খুঁজছি আমি স্বপ্ন ডানায়
আকাশ হতে ভূমি।

মিলিয়ে গিয়ে ফল্গু ধারায়
তুলছি আমি লহর,
হয়তো তুমি ছদ্মবেশী
ঘোমটা টানা গহ্বর।
জুঝছি আমি ঢেউয়ের তালে
ভলগা পাড়ের স্রোতে,
হয়তো পাবো হাসির রেখা
মুক্তো ঝরা ঠোঁটে।
নয়ন মেলে খুঁজছি তোমায়
নিলগিরির চূড়ায়,
তুফান তুলে রূপের ডালি
আসবে ভেসে ভেলায়।
জাগছি আমি নিশুত রাতে
দুধসাগরের তলে,
হয়তো সেথায় ভিজব বলে
তোমার চোখের জলে।
পেয়েছি খোঁজ ভুবন মাঝে
বিলীন হয়ে সাথে,
জন্ম দিয়ে ধ্বংস দেখাও
হিসেব কষে হাতে।
সত্যি, না কি মিথ্যা এসব
পাইনি কিছুই ভেবে!
ভাবছি শুধুই একলা মনে
স্বপ্ন, না কি জেগে!
@রূপেশ সামন্ত/ ২২.০৯.১৮

No comments:

Post a Comment