Popular Posts

Saturday, 12 January 2019

Madhuboni Paintings

অন্য চোখে পুরি (৩)……
………মধুবনী দেওয়াল
© রূপেশ সামন্ত
রাম-সীতার বনবাস, নীলাচলে মহাপ্রভু বা কুরুক্ষেত্রের যুদ্ধের ছবিতে ছবিতে ভরে উঠেছে দেওয়াল গুলো। এক দু'টো দেওয়াল নয়, একের পর এক দেওয়াল রঙীন চিত্রকলায় ভরে উঠেছে। শুধু সমূদ্রের ঢেউ নয়, মন ভরাবে পুরির দেওয়াল গুলোও। পুরির শুধু সরকারী দেওয়াল নয়, সাধারণ মানুষের প্রাচীরের দেওয়াল গুলো ভরে উঠেছে মধুবনী চিত্রকলায়।
পৌরানিক কাহিনী ও লোকগাথার দেওয়াল চিত্রকে মধুবনী চিত্র কলা বলে। মধুবনী চিত্রকলার জন্মস্থান নেপাল। সাধারণ মানুষ পৌরাণিক কাহিনি ও লোকগাথা দেওয়ালে এঁকে বোঝাতেন।ছবিতে রাম-সীতার বিবাহ, সীতার পাতাল প্রবেশ, রামায়ণের অন্যান্য কাহিনি, ছট পূজা ও স্থানীয় নাচের নক্সাও দেখতে পাওয়া যায়। শ্রীচৈতন্য মহাপ্রভুর বিচরণের পূন্য ভূমি ছিল পুরি। সেকারণেই মধুবনী চিত্রকলায় শ্রীচৈতন্যের প্রভাব বেশি।
মধুবনী চিত্রকলা মৌলিক শিল্প।কোন স্থানে এই চিত্রকলায় ভৌগলিক, ঐতিহাসিক ও কিংবদন্তির দৃশ্যপটের উপস্থিতি বেশ লক্ষ্যনীয়। এই চিত্রকলায় রংয়ের ব্যবহার বেশ চিত্তাকর্ষক । দেখলে মন ভরে যায় সকলের। পুরির জগন্নাথ দর্শন ও সমূদ্রের ঢেউয়ের রেশ নিয়ে ভারাক্রান্ত মনে বাড়ি ফেরার পথে প্রাচীরের দেওয়াল গুলোর মধুবনী চিত্রকলা মনে আনন্দের জোয়ার আবার এনে দেবেই।
---- --- ---



No comments:

Post a Comment