Popular Posts

Sunday, 24 February 2019

বেনী পুতুল নাচ- Beni Putul Dance


বেণী পুতুল নাচ
লেখক- রূপেশ সামন্ত

বেণী পুতুল নাচ। পূর্ব মেদিনী পুরের অনন্য লৌকিক শিল্প। হাত ও আঙ্গুলের অসাধারন কারকুরিতে পুতুলের সাহায্যে নৃত্য পদর্শিত হয়। এই নৃত্য মানুষের কুসংস্কারাচ্ছন্ন মনে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে বা মানুষকে সমাজ সচেতন করে অদ্বিতীয়।

অবয়ব
বেনী পুতুল তৈরী হয় মূলত কাঠ ও বাঁশ দিয়ে। পুতুলটিকে সুন্দর ভাবে শাড়ি বা জামা পরিয়ে সাজানো হয়। এই পুতুলকে নারী, পুরুষ বিভিন্ন মনুষ্য রূপে আমাদের সামনে উপস্থাপিত করা হয়। তালের আঁটি, মাটি বা কাঠ দিয়ে মুখমণ্ডল তৈরী করা হয়। লেখক- রূপেশ সামন্ত

চর্চাস্থল
এই ধরনের বেনী পুতুল নৃত্যের চর্চা হয় মূলত পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়ার রাধাপুর, বায়েনদা, পদ্মতামলি প্রভৃতি এলাকায়।

নৃত্যকলা
শিল্পীরা পুতুলকে হাত ও আঙ্গুলের কৌশলের মধ্য দিয়ে নাচান। পুতুলের পেছন দিকে পোষাকের অন্তরালে হাত ও আঙ্গুলের ক্রিয়াকলাপ করেন। আর তার মাধ্যমেই পুতুল গুলি নাচতে থাকে। নাচের সঙ্গে সঙ্গে অসাধারন সব গান গাওয়া হয়। প্রতিটি গান কুসংস্কারের বিরুদ্ধে বা বিজ্ঞান চেতনা মূলক। এই নাচের মধ্য দিয়ে যেমন দর্শক মনোরঞ্জন হয় তেমনি সমাজ সংস্কারের উদ্দেশ্যও সাধিত হয়।
লেখক- রূপেশ সামন্ত

No comments:

Post a Comment