Popular Posts

Friday, 23 October 2020

পাঁশকুড়া সম্পূর্ণ পূজা পরিক্রমা- ২০২০ Panskura Durgapuja Guide- 2020

 পাঁশকুড়া দুর্গাপূজা গাইড ও পূজা পরিক্রমা- ২০২০

সম্পাদনা- রূপেশ সামন্ত


প্রথম পর্বঃ

পাঁশকুড়া রেল ষ্টেশন থেকে দক্ষিণ দিকে তমলুক-পাঁশকুড়া বাসরুট বরাবর পরপর চারটি প্যাণ্ডেল ও প্রতিমা দর্শণ করুন-

১. অগ্রদূত, পাঁশকুড়া পুরাতন বাস স্ট্যান্ড [ষ্টেশন সংলগ্ন ডানদিকে]


২. ব্যবসায়ী সমিতি, নুতন পাঁশকুড়া বাজার [দক্ষিণ দিকে কিছুটা এগোলেই বাজারের মধ্যে]

৩. যুগযাগৃতি, সুরারপুল [দক্ষিণ দিকে আরও কিছুটা এগোলে সুরার পুল সংলগ্ন]



৪. প্রতাপপুর সার্বজনীন, প্রতাপপুর [দক্ষিণ দিকে আরও কিছুটা এগোলে বাংলামোড়ের কাছে]


খাওয়ার ষ্টল- এই পর্বে পাঁশকুড়া পুরাতন বাস স্ট্যাণ্ডে ও সুরার পুলে স্থায়ী ও অস্থায়ী খাওয়ার ষ্টল পাবেন। উল্লেখযোগ্য রেস্টুরেন্টগুলি হল- বাস স্ট্যাণ্ডের ‘সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার (নটু)’, সুরার পুলের ‘গৌর নিতাই মিষ্টান্ন ভান্ডার’ ও ‘ভোলা ক্যাটারার’।


দ্বিতীয় পর্বঃ

পাঁশকুড়া রেল ষ্টেশন থেকে পূর্বদিকে রেল আবাসন বরাবর পরপর দুটি প্যাণ্ডেল ও প্রতিমা দর্শণ করুন-

৫. রেল কলোনি, পাঁশকুড়া রেল আবাসন [ষ্টেশন সংলগ্ন পূর্বদিকে]


৬. আমরা ক’জন, ত্রিকোন পার্ক [ষ্টেশন থেকে পূর্বদিকে কিছুটা এগোলেই ত্রিকোন পার্ক পড়বে]


খাওয়ার ষ্টল- এই পর্বে বাসস্ট্যাণ্ড ও ত্রিকোন পার্কে অস্থায়ী খাওয়ার ষ্টল পাবেন।


তৃতীয় পর্বঃ

পাঁশকুড়া রেল ষ্টেশন থেকে পশ্চিম দিকে চারুলতা সিনেমা হলের দিক বরাবর দুটি প্যাণ্ডেল ও প্রতিমা দর্শণ করুন-

৭. প্রফেসর কলোনির পূজা [চারুলতা সিনেমাহলের পেছনে]


৮. সংগ্রামী সাথী, রেলওয়ে লেভেল ক্রসিং [পাঁশকুড়া রেলওয়ে লেভেল ক্রসিংয়ের নিকট]


খাওয়ার ষ্টল- এই পর্বে নতুন বাস স্ট্যান্ডে বহু অস্থায়ী খাওয়ার ষ্টল পাবেন। উল্লেখযোগ্য রেস্টুরেন্টগুলি হল- ‘মিও এমোরে’, ‘মারহাব্বা’ ও ‘ঘরে বাইরে’।


চতুর্থ পর্বঃ

পাঁশকুড়া রেল ষ্টেশন থেকে পশ্চিম দিকে বি.ডি.ও অফিসের পর পুরাতন পাঁশকুড়ায় ছয়টি ও মেচোগ্রামে একটি প্যাণ্ডেল ও প্রতিমা দর্শণ করুন-

৯. ত্রিবেনি সংঘ, বালিডাংরি [বালিডাংরি প্রাথমিক বিদ্যালয়ের নিকট]


১০. আপনজন, পি.ডব্লিউ.ডি. মাঠ [কিছুটা এগোলেই পাঁশকুড়া গার্লস হাইস্কুলের পাশে]

১১. ক্যানেল বাজার, পুরাতন পাঁশকুড়া [পাঁশকুড়া থানার নিকট]


১২. অগ্রভূমি, পাঁশকুড়া বি.বি. হাইস্কুল মাঠ [পুরাতন পাঁশকুড়া ও মেচোগ্রামের মধ্যে ৬নং জাতীয় সড়ক বরাবর রাস্তার ডানদিকে]



১৩. ইউথ সোসাইটি, নারান্দা [পুরাতন পাঁশকুড়া ও মেচোগ্রামের মধ্যে ৬নং জাতীয় সড়ক বরাবর রাস্তার বামদিকে]



১৪. পুরাতন পাঁশকুড়ার চৌরঙ্গি মোড়

১৫. মেচোগ্রাম, ফ্লাইওভার নিকট [মেচোগ্রাম ফ্লাইওভার] 










খাওয়ার ষ্টল- এই পর্বে পুরাতন পাঁশকুড়া ও মেচোগ্রামে স্থায়ী ও অস্থায়ী খাওয়ার ষ্টল পাবেন।

No comments:

Post a Comment