Popular Posts

Saturday, 19 December 2020

বুলডোজারে গুঁড়িয়ে গেল পাঁশকুড়ার শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্য- Heritage turns into debris

 বুলডোজারে গুঁড়িয়ে গেল পাঁশকুড়ার শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্য





পাঁশকুড়া, ১৯ ডিসেম্বরঃ চতুর্দিকে স্তুপাকৃতি আকারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পাতলা পাতলা প্রাচীন ইঁট, চুন-সুরকি আর খণ্ড খণ্ড টেরাকোটা ফলক। শুরু হয়েছে নতুন নির্মান কার্য। ঘটনা স্থল পাঁশকুড়া-১ ব্লকের মাইশোরা অঞ্চলের পূর্ব গূড়তলা গ্রাম। ছিল শতাধিক বছরের প্রাচীন রাজরাজেশ্বরী শীতলা মন্দির। চাঁদনী রীতির মন্দিরটি ছিল পাঁশকুড়ার মন্দির পুরাকীর্তির অন্যতম নিদর্শণ। ত্রিখিলান প্রবেশদ্বার যুক্ত মন্দিরে ছিল টেরাকোটা ও নির্মাণকাল ফলক। সবই আজ অতীত। ধ্বংসের গর্ভে চলে গেল পাঁশকুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন পুরাকীর্তি। পাঁশকুড়ার 'কাশিজোড়া পরম্পরা হেরিটেজ অর্গানাইজেশন' মন্দির-মসজিদ সহ প্রাচীন সমস্ত ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে। তারা ঐ স্থানে সচেতনতা গড়ার কাজ করেছে। পুরাকীর্তিটি সংরক্ষণের জন্য উদ্যোগীও হয়েছিল। কিন্তু মানুষের অজ্ঞতার অভাবেই হারিয়ে গেল প্রাচীন ঐতিহ্য। এইভাবে আমাদের অগোচরে হারিয়ে যাচ্ছে বহু প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির-মসজিদ পুরাকীর্তি। সমস্ত স্তরের মানুষ এগিয়ে না এলে রক্ষা করা যাবে না আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যই আমাদের পরিচিতি। ঐতিহ্যই আমাদের ভবিষ্যৎ।
-রূপেশ সামন্ত

No comments:

Post a Comment