Popular Posts

Monday, 29 March 2021

মাটির 'সোরা'। কুমোর শিল্প।

মাটির 'সোরা'। কুমোর শিল্প। এই গ্রীষ্মে এগুলির চাহিদা প্রচুর। বিষেষত এই সময় মহাপ্রভু শ্রীচৈতন্যের অনুগামী ও বৈষ্ণব ধর্মাবলম্বীরা হরিনাম সংকীর্তন বা নিশিকীর্তনের পর নানাস্থানে মহোৎসবের আয়োজন করে। এই ধরনের মহোৎসবে পোড়ামাটির 'সোরা' প্রসাদ বিতরণে ব্যবহৃত হয়। তাই এই সময় মাটির 'সোরা' তৈরিতে কুম্ভকার পাড়ায় ব্যস্ততা তুঙ্গে থাকে। মাটির 'সোরা' গুলিকে রোদে শুকিয়ে খড়ের আগুনে ভাটিতে পোড়ানো হয়। এরপর পোড়ামাটির 'সোরা' গুলি চাহিদা অনুযায়ী বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ছবিতে 'সোরা' গুলি পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর-২ অঞ্চলের কিসমত জগন্নাথ চক গ্রামের কুম্ভকার পাড়ার। এই শিল্প এখন অবলুপ্তপ্রায়। শিল্পজাত দ্রব্যগুলি অলাভজনক হওয়ায় শিল্পীরা উৎসাহ হারাচ্ছে। তারা অন্য পেশায় আগ্রহী হয়ে উঠছে। প্রয়োজন উন্নত শিল্প-পরিকাঠামো গড়ে তোলা ও লাভজনক বিপনন ব্যবস্থা তৈরি করা। ✍️রূপেশ সামন্ত

No comments:

Post a Comment