Popular Posts

Wednesday, 14 April 2021

----চড়ক পূজা----- Charak Puja

----চড়ক পূজা----- ✍️ রূপেশ সামন্ত চৈত্র মাসের শেষ দিনে উদ্‌যাপিত হয় চড়ক উৎসব। চড়কের দিন সকালে গ্রাম ঘুরে 'মাগন' চাওয়া হয়। এই 'মাগনে'র মাধ্যমে সন্যাসীরা দলবদ্ধ ভাবে গ্রাম ঘুরে চাল, আলু, টাকা ইত্যাদি সংগ্রহ করে। সারা বছর ধরে চড়ক গাছকে শিবমন্দিরের কাছের কোনও পুকুরে ডুবিয়ে রাখা হয়। সেই পুকুর ‘শিবপুকুর’ নামে পরিচিত। চড়কের দিন গাছটিকে তুলে আনা হয় মন্দিরের সামনে। চড়ক গাছের উচ্চতা ৪০ ফুটের বেশি হয়। তার পর, চড়কগাছ পুজো করে তা মাঠের মাঝে পোঁতা হয়। এরপর ঘাইপূজা ও কাঁটাপূজা হয়। এর পরে শুরু হয় চড়ক অনুষ্ঠান। সঙ্গে চলে বিরাট মেলা। চড়ক গাছ থেকে পিঠে বঁড়শি গেঁথে দড়ি দিয়ে সন্ন্যাসীকে ঝুলিয়ে দিয়ে ক্রমাগত ঘুরপাক খাওয়ানো হয়। ঘুরপাক খেতে খেতে সেই সন্ন্যাসী নীচে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশে ছুড়ে দেন বাতাসা, ফল ইত্যাদি। সন্ন্যাসীর আর্শীবাদ লাভের আশায় শিশু সন্তানদেরও শূন্যে তুলে দেওয়া হয়। সন্ন্যাসীরা ঘুরতে ঘুরতে শিশুদের মাথায় হাত দিয়ে আর্শীবাদ করেন। সন্ন্যাসীদের বিশ্বাস, জগতে যারা শিব ঠাকুরের কৃপা লাভের জন্য স্বেচ্ছায় এত কঠিন আরাধনার পথ বেছে নিয়েছে, বিনিময়ে পরলোকে শিবঠাকুর তাদের স্বর্গে যাওয়ার বর দেবেন। ©রূপেশ সামন্ত (১৪.০৪.২১)

No comments:

Post a Comment