ভারত-চিন যুদ্ধের ইতিহাস বুকে আজও দাঁড়িয়ে কনকপুরের ফায়ার-টেস্টিং রেঞ্জ ওয়াল
© রূপেশ কুমার সামন্ত
সীমানা নিয়ে বিরোধ থেকে ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধের সূত্রপাত হয়। চিন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চিন তাদের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে। সেই নিয়েই যুদ্ধের সূত্রপাত। চিনের এক তরফা আগ্রাসন রুখতে ভারত তার সেনাবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা অনুভব করে। সেই লক্ষ্যে কলেজ ছাত্রদের বাধ্যতামূলক মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মিলিটারি প্রশিক্ষণের অন্যতম অংশ ছিল বন্দুক চালনার প্রশিক্ষণ দেওয়া। সেই প্রকল্পে পাঁশকুড়া বনমালি কলেজের ছাত্রদের মিলিটারি প্রশিক্ষণ দিতে পাঁশকুড়া পৌরসভার কনকপুরের ফাঁকা মাঠে মিলিটারি ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়। নির্মান করা হয় একটি উঁচু চওড়া দেওয়াল। এই দেওয়ালকে নিশানা করে বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হত। এই দেওয়ালটিকে ফায়ার টেস্টিং রেঞ্জ ওয়াল বলা হয়। ভারত-চিন যুদ্ধের ইতিহাস জড়িত এই ওয়াল বর্তমানে পরিত্যক্ত। জঙ্গল-আগাছার আগ্রাসনে তা ধ্বংসের প্রহর গুনছে। কারুর কোন ভ্রুক্ষেপ নেই সংরক্ষণের। ইতিহাসের শেষ চিহ্নটুকু শুধু মুছে যাওয়ার অপেক্ষা।
পুস্তক- "পাঁশকুড়ার ইতিহাস ও ঐতিহ্য"
লেখক- রূপেশ কুমার সামন্ত
পুস্তকটির প্রাপ্তিস্থান- দিপীকা বুক স্টল
পাঁশকুড়া স্টেশন সংলগ্ন বাজার
অনলাইন/ ক্যুরিয়ারে পেতে- 9153099507
#regionalhistory #historyfacts #history
No comments:
Post a Comment