Popular Posts

Thursday, 5 December 2024

কোন পথে বাংলাদেশ? ধর্ম, ভাষা, নাকি বিজ্ঞান?

এ কোন পথে বাংলাদেশ?
ধর্ম, ভাষা, নাকি বিজ্ঞান?

১৯৪৭ সালে পাকিস্তান (যার মধ্যে ছিল বাংলাদেশও) স্বাধীন রাস্ট্র হয়েছিল ধর্মের দাবীতে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাস্ট্র হল ভাষার (বাংলা ভাষা) দাবীতে। সেই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ভারত। 

পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩,০০০ সেনাদল সঙ্গে নিয়ে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। বিজয় সুচিত হয়েছিল '৭১ এর ১৬ই ডিসেম্বর। ভারত এই দিনটি "বিজয় দিবস" রূপে আজও পালন করে। ভারতই বাংলাদেশকে প্রথম স্বাধীন ও সার্বভৌম রাস্ট্রের স্বীকৃতি দিয়েছিল।

ধর্ম নিরেপক্ষ ভারত রাস্ট্র আজ বিজ্ঞানে মহাকাশ বিজয় করে চাঁদে মিশন করছে। অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রেও ভারত আজ শক্তিধর রাস্ট্র। আর সেই পাকিস্তান আজ দেউলিয়ার পথে। অন্যদিকে ভাষার ভিত্তিতে মুক্তি যোদ্ধাদের বাংলাদেশ রাস্ট্র গড়ার মুল স্পিরিটটাই আজ ভূলুণ্ঠিত। উন্নয়নশীল দেশ হওয়ার পথ থেকেও দেশটি আজ বিচ্যুতির পথে। এখন বাংলাদেশ বাসীকেই ঠিক করতে হবে, ভারতের মতো বন্ধু দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাষার পরে বিজ্ঞানের পথে পাড়ি দেবে, নাকি তলিয়ে যাওয়া দেশ পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্মান্ধতার অন্ধগলি পথে পাড়ি দেবে! শেষ কথা একটাই-

ধর্ম থাকুক যে যার,
দেশটা হোক সবার।
দেশ গড়তে
দাবি একটাই,
ধর্ম নয়
বিজ্ঞান চাই।

© রূপেশ কুমার সামন্ত 

No comments:

Post a Comment